ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না। এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপির।
খবরে জানানো হয়, বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমাদের উপকূলে করোনাভাইরাস যেন নতুন করে আর বিস্তার না ঘটায়, এ জন্য পরবর্তী একমাসের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হলো। শুক্রবার থেকে তা কার্যকর হবে।