প্রচ্ছদ প্রধান খবর ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি বা অন্য কেউ

‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি বা অন্য কেউ

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করতে পারবে না।

সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে গণ–অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’। তারা তাদের আবেদনপত্রে পছন্দের প্রতীকের তালিকায় ‘শাপলা’র পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও উল্লেখ করেছে।

এদিকে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইছিল। বর্তমানে দলটি ‘কেটলি’ প্রতীক পেয়েছে, তবে সেটি পরিবর্তন করে ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি জানিয়ে এসেছে। ২ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের জানান, ‘নিবন্ধনের সময় আমরা পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। তাই ১৭ জুন প্রতীক পরিবর্তনের আবেদন করেছি। আমরা পছন্দক্রমে “শাপলা” ও “দোয়েল” প্রতীক চেয়েছি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ প্রথম আলোকে জানান, ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তিনি বলেন, “এর আগেও কয়েকটি দল ‘শাপলা’ চেয়েছিল, কিন্তু তা দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় আইন থাকলেও জাতীয় ফুল বা ফল নিয়ে আলাদা কোনো আইন নেই। বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি। দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবার প্রতীক সংখ্যা ১০০–এর বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক তালিকা সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।