প্রচ্ছদ খেলাধুলা ১০ বছর পর আবারও টেস্টে বিরল ঘটনা, লর্ডসে ইংল্যান্ড-ভারতের স্কোর সমান

১০ বছর পর আবারও টেস্টে বিরল ঘটনা, লর্ডসে ইংল্যান্ড-ভারতের স্কোর সমান

টেস্ট ক্রিকেটে বিরল এক ঘটনাই ঘটেছে লর্ডসে। ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৮৭ রানে, ঠিক একই রান করেছে ভারতও। এর ফলে সিরিজের তৃতীয় টেস্ট কার্যত এখন এক ইনিংসের লড়াইয়ে পরিণত হয়েছে—দ্বিতীয় ইনিংসে যে দল বেশি রান করবে, জয় তাদেরই হবে।

টেস্ট ইতিহাসে এই ঘটনা প্রথম দেখা গিয়েছিল ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে, যখন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সমান ১৯৯ রান করে। এরপর ক্রিকেট বিশ্ব এমন ঘটনা দেখেছে মাত্র সাতবার। সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে লিডসে, যখন ইংল্যান্ড প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৫০ রানের জবাবে ঠিক সমান ৩৫০ রান করে।

এবার ২০২৫ সালে আবারও এমনই এক স্মরণীয় দৃশ্যের জন্ম দিল লর্ডস টেস্ট। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১ ওভার খেলে বিনা উইকেটে ২ রান নিয়ে মাঠ ছেড়েছে।

এর আগে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে। ক্রিজে ছিলেন লোকেশ রাহুল (৫৩ রান) ও ঋষভ পন্ত (১৯ রান)। দুজনই সাবধানী ব্যাটিং করছিলেন। তবে লাঞ্চের ঠিক আগের বলে রানআউট হন পন্ত—বেন স্টোকসের সরাসরি থ্রোতে। আউট হওয়ার আগে তিনি ১১২ বলে ৮ চার ও ২ ছয়ে করেন ৭৪ রান, রাহুলের সঙ্গে তার জুটি ছিল ১৪১ রানের।

লাঞ্চের পর রাহুলও হারান ধৈর্য। দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পর শোয়েব বশিরের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর রবীন্দ্র জাদেজা ৭২ (১৩১ বল), নীতীশ কুমার ৩০ ও ওয়াশিংটন সুন্দর ২৩ রান করে ভারতের স্কোর ইংল্যান্ডের সমান ৩৮৭-এ নিয়ে যান।

ভারত শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬১ রানে। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস সর্বোচ্চ ৩টি উইকেট নেন, জোফ্রা আর্চার ও বেন স্টোকস নেন ২টি করে উইকেট।