প্রচ্ছদ বিনোদন ‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বর বিয়ের প্রস্তুতি’, গুজব নিয়ে তানজিন তিশা

‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বর বিয়ের প্রস্তুতি’, গুজব নিয়ে তানজিন তিশা

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুধুমাত্র অভিনয় দিয়েই নয়, ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গেও প্রায়ই আলোচনায় থাকেন। বিনোদন দুনিয়ার কিছু তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। এছাড়াও, গোপনে বিয়ে এবং সন্তান রয়েছে—এমন গুজবও ছড়িয়েছে। সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসব নিয়ে মুখ খুলেছেন তিশা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নানা প্রান্তে তার ভ্রমণের ছবি ভাইরাল হয়। ওই সফরের সময় তিনি চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় একটি আড্ডার অনুষ্ঠানে অংশ নেন। সেখানে উপস্থাপক জানতে চান, এমন একটি গুজব সম্পর্কে, যা শুনে তিনি অবাক হয়েছেন। উত্তরে তানজিন তিশা বলেন, ‘শুনেছি আমি নাকি দুইবার বিয়ে করেছি, এখন আবার তৃতীয় বিয়ের প্রস্তুতিও চলছে। এমনকি আমার একটি সন্তানও আছে, যাকে নাকি দাদি লালন করছেন! এগুলো শুনে আমি ও আমার পরিবার খুব হাসাহাসি করেছি। ইনশাআল্লাহ, আমি অবশ্যই বিয়ে করব, তবে এসব শুধুই গুজব।’

তবে বিয়ে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন তানজিন তিশা। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা করছেন। উপস্থাপক জানতে চান, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? উত্তরে তিশা বলেন, ‘নিশ্চিতভাবে আমি একজন মা হতে চাই। এর মধ্যেই আমি বিয়ে করব। আমি জানি, নারীরা সাধারণত এসব বিষয়ে খোলাখুলি বলেন না। কিন্তু আমি বিশ্বাস করি, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিতে হয়। সবারই একটি ভবিষ্যৎ থাকে এবং আমাকেও একদিন না একদিন বিয়ে করতেই হবে।’

এদিকে ভ্রমণ শেষে দেশে ফিরেই কাজ শুরু করেছেন তানজিন তিশা। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং করেছেন তিনি। ‘খোয়াবনামা’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।