অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা দীর্ঘদিন ধরে নতুন কোনো প্রজেক্টে দেখা না গেলেও, ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আপাতত অভিনয় থেকে বিরতি নিলেও, পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন তিনি। জানালেন—শুধু তখনই ফিরবেন, যখন গল্প হবে একেবারে নিজের মনের মতো।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিশা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হাসিমুখে থাকো, দুশ্চিন্তা দূরে রাখো।’ ছবিগুলোতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ৭ হাজারের বেশি রিঅ্যাকশন, শতাধিক মন্তব্যে ভরে গেছে পোস্টটি। কেউ লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী’, আবার কেউ লিখেছেন, ‘মিষ্টতায় ভরা এক মুখ’। এক ভক্ত আরিফা লিখেছেন, ‘আপু, আপনি একদম পরির মতো।’ এমনকি কারো মন্তব্য—‘হাসিতে মুক্তা ঝরে।’

নাটকে না দেখা গেলেও তিশাকে সর্বশেষ দেখা গেছে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র উপস্থাপক হিসেবে। তিশার উপস্থাপনা এই অনুষ্ঠানেও প্রশংসা কুড়িয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত এই শিল্পী। তাঁর সমসাময়িক অনেকেই নিয়মিত অভিনয়ে থাকলেও তিশা কিছুটা ব্যতিক্রম। তিনি নিজে কাজ না করলেও সহকর্মীদের কাজ নিয়মিতই দেখেন।

তিশা মনে করেন, মিডিয়াতে এখন অনেক নতুন মুখ এসেছে, কাজ হচ্ছে ভিন্নধর্মী কনসেপ্টে। কিছু কাজ দারুণ হচ্ছে, কিছু নয়—এটাই বাস্তবতা। তাঁর ভাষায়, ‘ভালো-মন্দ মিলিয়েই মিডিয়ায় ভারসাম্য তৈরি হয়। ওটিটিতে অনেক চমৎকার কাজ হচ্ছে। আমি আশাবাদী, ভবিষ্যতে আরও ভালো কাজ আসবে।’

যদিও নিয়মিত অভিনয়ে নেই, তবু ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে চাইলেও আর দূরে থাকা যায় না। ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে একটা কানেকশন থাকছেই। নানা মুহূর্তের খবর ওদের সঙ্গে ভাগাভাগি করছি।’

ছবিঃ ফেসবুক থেকে নেয়া